-->

তাঁর নামে - ড. চঞ্চলকুমার মণ্ডল

তাঁর নামে - ড. চঞ্চলকুমার মণ্ডল

তাঁর নামে

ড. চঞ্চলকুমার মণ্ড

 

সব হৃদয়ে ছড়িয়ে দিলেন

ভালোবাসার সৌরভ,

সব বাঙালি জাতির তিনি

আলোকিত এক গৌরব।

কাগজ নয়, কলম নয়,

নয় খেলে ডাংগুলি,

শুধু, ব্যাট হাতেই

মাতিয়ে দিলেন-প্রিয় সৌরভ গাঙ্গুলী।

সব বয়সের সবার প্রিয়

জ্যাঠা-কাকা-পিসি,

সবাই তাঁকে 'দাদা' বলে

ডাকেন অহর্নিশি।

মিষ্টি কথায় শিষ্ট অতি

মুখে হাসির পেয়ালা,

তাঁরি নামে খ্যাতি বাঙালির

কলিকাতার বেহালা।

সব বাঙালির হৃদয়াসনে

সারা বাঙলার গৌরব,

জাতির তিনি উজ্জ্বল মুখ

খ্যাতি জোড়া নাম সৌরভ।

সব বাঙালির 'মহারাজা'

চেনেন 'টাইগার' নামে,

ব্যাট ধরেন বজ্রমুষ্টি

ডাইনে নয় বামে।

তাঁর মতো বাঁহাতি ক্রিকেটার

কে বা বলো আছে ?

ভারতবর্য কে যিনি উজ্জ্বল করেন

বিশ্বের মানচিত্রের কাছে।

ক্রিকেটের রোল মডেল তিনি

আগামী প্রজন্মের কাছে,

অর্জুন পুরস্কার, পদ্মশ্রীর মতো

খ্যাতি-সন্মান তাঁর আছে।

তাঁর নামেতেই সারা বাংলায়

খ্যাতির জোড়া খ্যাতি,

তাঁর নামে ফুলে চওড়া বাঙালির

বাইশ ইঞ্চি র ছাতি।।