-->

অন্ত্যজদের ইতিকথায় অনিল ঘড়াই - ড. চঞ্চলকুমার মণ্ডল

 

অন্ত্যজদের ইতিকথায় অনিল ঘড়াই

 অন্ত্যজদের ইতিকথায় অনিল ঘড়াই:

‘অন্ত্যজ’ শব্দটির সঙ্গে আমরা সকলেই কম-বেশি পরিচিত। প্রান্তজ, অন্ত্যজ, দলিত, সাবলটার্ন তথা নিম্নবর্গ, পিছলেবর্গ প্রভৃতি যেই অভিধায় ভূষিত করি না কেন, ঐ সকল মানুষের জীবনধারা কেমন হতে পারে, তা অন্তরানুভূতি দিয়ে আত্ম অভিজ্ঞতা বলে জীবনের ক্যানভাসে প্রতিফলিত করতে পেরেছেন কথাশিল্পী অনিল ঘড়াই। তাঁর পূর্বজ বেশিরভাগ সাহিত্যকলা নির্মাণে, ঐ নীচু তলার মানুষের জীবন বৃত্তান্ত কেবল দূর থেকে দেখা চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতেই ঘটেছে। কিন্তু, কথাশিল্পী অনিল ঘড়াই সহানুভূতির দৃষ্টিতে নয়; সমানুভূতি দিয়ে চর্ম চক্ষুকে সম্বল মাত্র করে নয়; মর্মচক্ষু দিয়ে ঐ সব জীবনের সমস্যার শেকড়ে একেবারে গভীরে গিয়ে তাদের যাপন ছবিকে জীবন্ত করে আঁকতে পেরেছেন বাস্তবের অনুপুঙ্খে। এই গ্রন্থে সেই সেই সকল মানুষের জীবন-জীবিকার সমস্যা-সংকটের হালফিল-চালচিত্রকে ছুঁয়ে দেখার চেষ্টামাত্র।

গ্রন্থটি মূল্য - ৩০০ টাকা (২০ শতাংশ ছাড়) 

সংগ্রহের জন্য যোগাযোগ করুন - ৭৯০৮৮৩৬৭৩৫ / ৯৭৩৪৪৩৫৫১৩