-->

দলিত জীবনের মরমী কথাকার অনিল ঘড়াইয়ের সাহিত্যের প্রাসঙ্গিকতা : মূল্যায়নের প্রেক্ষাপটে

দলিত জীবনের মরমী
কথাকার অনিল ঘড়াই
অনিল ঘড়াইয়ের কথাশিল্পের অক্ষরে অক্ষরে জীবনানুভবের তীব্রতা, জীবনবোধের প্রগাঢ়তা নব-নব ভাব রসে, সুললিত বর্ণনায় যেভাবে আস্বাদনপন্থী হয়ে উঠেছে তা অনুভব করতে হলে নগরজীবনের আলখাল্লা গা'য়ে চাপিয়ে অন্ত্যজ জীবনের আঁচ পাওয়া যায় না। সেই জীবনকে জানতে গেলে তাঁদের দৈনন্দিন যাপন পদ্ধতি অতি কাছ থেকে তাঁদের জীবনের মাঝে মিশে গিয়ে উপলব্ধি করতে হবে। শিল্পী অনিল ঘড়াই ওই জীবনের শরিক হিসাবে, ওই জীবনের পদরজ করপুটে অঞ্জলি করে স্পর্শ পেয়েছেন মানবতাবাদের। অন্তেবাসী নর-নারীর জীবনপটেই তিনি খুঁজে পেলেন জীবনের প্রকৃত মানে। ওই বিক্ষত চিরলাঞ্ছিত মানব জীবনের মাঝেই তিনি লাভ করলেন প্রকৃত মানবতার দর্শন।
                     'দলিত জীবনের মরমী কথাকার অনিল ঘড়াইয়ের সাহিত্যের প্রাসঙ্গিকতা : মূল্যায়নের প্রেক্ষপটে'  নামক প্রবন্ধটিতে কথাশিল্পী অনিল ঘড়াইয়ের সাহিত্যে অবস্থিত অন্তেবাসী নর-নারীর জীবন কথাকেই ব্যক্ত করার প্রচেষ্টা করা হয়েছে। যা  প্রবীর আচার্য্যের সম্পাদিত  'অনিল' সংখ্যায় ২০১৫ সালে প্রকাশিত হয়।
                                                  - ড. চঞ্চল কুমার মণ্ডল
                                                     তাং - ০৭.০৬. ২০২০

'দলিত জীবনের মরমী কথাকার অনিল ঘড়াইয়ের সাহিত্যের প্রাসঙ্গিকতা : মূল্যায়নের প্রেক্ষপটে' প্রবন্ধটি সম্পূর্ণ পাঠ করুন