-->

মানবিকতার আবাহনে অনিল ঘড়াইয়ের সাহিত্য

মানবিকতার আবাহনে অনিল ঘড়াইয়ের সাহিত্য
বুকের অনন্ত ভালোবাসা দিয়ে শিল্পী অনিল ঘড়াই - বাংলা সাহিত্যে মানবত্মার ক্রন্দন ধ্বনি ফুটিয়ে তুলেছে। পৃথিবীর মানচিত্র থেকে ঝরে যাওয় বহু অনাহুত নর-নারীর আর্তনাদ তিনি যেন ঐ সকল মানুষের বুকে কান পেতে শুনেছেন। রেলওয়ের চাকরিল সুবাদে ঘুরে বেড়িয়েছেন সাউথ-ইস্টার্ন, ওয়েস্টার্ন। বিহারের প্রান্তিক জন-অরণ্যেই কেটে গেছে তাঁর জীবনের অনেকটা আয়ু। ঐ জনজীবনেই ঘটেছে তাঁর জীবন অভিজ্ঞতার ব্যাপ্তি ও বিস্তার। বুকের সমস্ত 'ওম' দিয়ে শব্দ ব্রহ্মের সাধনায় তিনি যে স্বকীয় পথ নির্মাণ করে গেলেন, সেই বিচারের দাবী তোলা রইল মহাকালের দরবারে। 'জার্মানের মা' (১৯৯১), 'জলচুরনী' (১৯৯১), 'সাধভক্ষণ' (২০০০), 'নদীমা' (২০০০)-র মতো বিষ্ময়কর গল্পমালা ও 'নুনবাড়ি' (১৯৯১), 'মুকুলের গন্ধ' (১৯৯৩), 'বনবাসী' (১৯৯৪), 'ধর্মের কল' (১৯৯৫), 'নীলদুঃখের ছবি' (২০০১) সহ অসংখ্য দীন-হীন, দুঃখ-দারিদ্র্যের ঘেরা চলমান লোকায়ত জীবন ছবির মধ্য দিয়ে লেখকের সেই সংবেদী শিল্পভাবনায় বার-বার হিতপ্রায় মানবিক বোধ ও বোধি উচ্চারণ শোনা গেছে। যা, এই সময়ে অত্যন্ত জরুরী। 
              'মানবিকতার আবাহনে অনিল ঘড়াইয়ের সাহিত্য' প্রবন্ধটিতে কথাশিল্পীর সেই মানবিক বোধ ও বোধিকেই ব্যক্ত করা হয়েছে। যা সম্পাদক শেখর পালের 'সাথী' পত্রিকার বাইশ তম বর্ষ, একাশি তম সংখ্যা ১৪২২-এ প্রকাশিত হয়। 
                                                                                - ড. চঞ্চল কুমার মণ্ডল
                                                                                  তাং - ০৭.০৬. ২০২০


"মানবিকতার আবাহনে অনিল ঘড়াইয়ের সাহিত্য" প্রবন্ধটি  সম্পূর্ণ পাঠ করুন